ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারী-কন্যা শিশুর উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
নারী-কন্যা শিশুর উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: বিশ্বব্যাপী নারী ও কন্যা শিশুর উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।  

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারীর সমতা ও অধিকার নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় (নিউইয়র্ক সময় সকাল) গোপালগঞ্জ থেকে সংযুক্ত হয়ে জাতিসংঘের নিউইয়র্কে ৬৫তম কমিশন অন দ্যা স্টাটাস অব উইমেনের মিনিস্ট্রিয়াল ভার্চ্যুয়াল সভায় তিনি এ কথা বলেন।  

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশে নারীর ক্ষমতায়নের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা ও সংসদ উপনেতা নারী। সরকার নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে জেন্ডার বাজেট প্রণয়ন, বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। ২০৪১ সালে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ পঞ্চাশ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছেন শেখ হাসিনা। জেন্ডার গ্যাপ সূচকে বাংলাদেশ বিশ্বে ৫০ তম ও দক্ষিণ এশিয়ায় শীর্ষে।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বাংলাদেশে জনজীবনে নারীর অংশগ্রহণ বাড়ায় চাকরিতে কোটা,  সরকারের উচ্চপদে নারীর পদায়ন, ই-কমার্স, উদ্যোক্তা সৃষ্টি ও নারী শিক্ষা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উত্তম চর্চার বিষয় তুলে ধরেন।

কমিশন অন দ্যা স্টাটাস অব উইমেনের ৬৫তম সভা ১৫ মার্চ থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। করোনা পরিস্থিতিতে এবার সভাটি ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

আলজেরিয়ার ন্যাশনাল সলিডারিটি, ফ্যামিলি অ্যান্ড উইমেন বিষয়কমন্ত্রী কাউতার ক্রিকোর এর সভাপতিত্বে  ‘Getting to Parity: Good practices towards achieving women's full and effective participation and decision making in public life' শিরোনামে মিনিস্ট্রিয়াল সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ফ্রান্স, স্পেন, সুইডেন, ইরান, সৌদি আরব, ক্যামেরুন, নাইজেরিয়াসহ বিশটি দেশের জেন্ডার ও নারী উন্নয়ন বিষয়ক মন্ত্রীরা বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
জিসিজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।