ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় বালুর তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন বিকেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
কুয়াকাটায় বালুর তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন বিকেলে

পটুয়াখালী: পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন, জাতীয় শিশুদিবস এবং মুজিব জন্মশতবর্ষ উদযাপনের লক্ষ্যে সাগরকন্যা খ্যাত পর্যটন নগরী কুয়াকাটা সৈকতে এবার বালু দিয়ে তৈরি করা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য।

বুধবার (১৭ মার্চ) বিকেলে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ এ ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

 

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ১০০ গজ পূর্ব দিকের সৈকতে নির্মিত হয়েছে এ বালুর ভাস্কর্যটি। এছাড়া প্রায় ৪০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রশস্ত এ ভাস্কর্যটি বানিয়েছেন খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছয় শিক্ষার্থী। গত ৯ মার্চ তারা ভাস্কর্যটি বানাতে শুরু করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসহ বালু ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ।

কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক সৈয়দ কিশোর বলেন, পরিবার নিয়ে প্রায়ই এখানে আসা হয়। কিন্তু এবার এসে বালুর তৈরি ভাস্কর্য দেখে খুব ভালো লাগলো।  

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ভাস্কর্যে বঙ্গবন্ধুর ছবি, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। যা দেখে দর্শনার্থীসহ তরুণ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে।  

পটুয়াখালী জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান তিনি। এছাড়া সৈকতে বালুর তৈরি ভাস্কর্যটি বানানোর সময় পর্যটক ও দর্শনার্থীরা ভিড় করেন।

এ বিষয় পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ১৭ মার্চ বিকেল এ ভাস্কর্যটি অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং আগামী ২৬ মার্চ পযর্ন্ত পর্যটকসহ স্থানীয়দের জন্য উন্মুক্ত রাখা হবে।  

দক্ষ কারিগরের নিপুণ কৌশলে তৈরি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রথম কোনো বালু ভাস্কর্য। এটি সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের আরও বিনোদন ও দেশের ইতিহাস ঐতিহ্যের সম্পর্কে জানতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।