ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রামু সেনানিবাসে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিক উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
রামু সেনানিবাসে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিক উদযাপন রামু সেনানিবাসে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিক উদযাপন

কক্সবাজার: কক্সবাজারের রামু সেনানিবাসে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস-২০২১।

এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) ভোরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় রামু সেনানিবাসের সব ব্রিগেড/ইউনিট/প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিসহ সামরিক ও অসামরিক ব্যক্তিরা অংশ নেন। এছাড়াও সেনানিবাসের সব ব্রিগেড/ইউনিটে জাতির পিতার জীবনাদর্শ, দেশ গঠনে রাজনৈতিক অবদান, মহান মুক্তিযুদ্ধে ভূমিকা, বিভিন্ন উন্নয়ণমূলক চিত্র এবং তার জীবনীর ওপর আলোচনা ও সেনাসদর থেকে প্রাপ্ত ভিডিও/স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া ‌‌কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী।

এ দিন সেনানিবাসের সব মসজিদে বাদ জোহর বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

রামু সেনানিবাস সূত্র জানায়, দুপুরে প্রতিটি ব্রিগেড/ইউনিটের সৈনিক মেসে প্রীতিভোজের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে সেনানিবাসের সব শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চ্যুয়ালি বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা, রচনা প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সব আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অনলাইনে অংশ নেয় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে সামনে এগিয়ে চলায় প্রতিজ্ঞাবদ্ধ হয়।

দিবসটিকে যথাযথ মর্যাদায় জমকালোভাবে উদযাপনের জন্য সেনানিবাসের সব ব্রিগেড/ইউনিট/প্রতিষ্ঠানসমূহে ব্যানার স্থাপনসহ সেনানিবাসের প্রবেশপথ ও অন্য গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌন্দর্য বর্ধন ও আলোকসজ্জার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এসবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।