নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সহকারী ভূমি কমিশনারসহ (এসিল্যান্ড) বেশ কয়েকজন কর্মকর্তার সই জাল করে কাগজপত্র তৈরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-কল্যান্দী গ্রামের আফছার উদ্দিনের ছেলে মনির হোসেন (৪৫) ও ভৈরবদী গ্রামের রাজ্জাকের ছেলে গাফফার (৩৪)।
সহকারী ভূমি কমিশনার উজ্জ্বল হোসেন বাংলানিউজকে জানান, কল্যান্দী বাজারে মনির ফার্মেসি রয়েছে। ওষুধ ব্যবসার আড়ালে তিনি বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, ইউনিয়ন সচিবদের সই জাল করে ভুয়া নামজারি, মিসকেইস করতেন। এছাড়া তিনি সই জাল করে ব্যাংক ঋণসহ বিভিন্ন কাজ করতেন।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে তার সহযোগী গাফফার ভূমি অফিসে এসে কাগজপত্র যাচাই করতে চাইলে বিষয়টি টের পেয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তার কাছ থেকে সিল, স্ট্যাম্প ও ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
ওএইচ/