বরিশাল: গৌরনদীতে প্রতিপক্ষের চাপের মুখে প্রথমে অসুস্থ ও পরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন সদস্য প্রার্থী।
বুধবার (১৭ মার্চ) সকালে মুমূর্ষু অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থের স্ত্রী জানান, তার স্বামী হাফিজুর রহমান গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। যিনি গত নির্বাচনে বর্তমান ইউপি সদস্যকে বিজয়ী করার লক্ষ্যে ভোটে দাঁড়াননি। আর এবারে বর্তমান মেম্বারের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ছিলো। কিন্তু তিনি এবারে নির্বাচন করায় বিরোধ দেখা দেয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ নিয়ে একদিন আগে বৈঠক হলে সেখানে বসে হাফিজুর রহমান অসুস্থ হয়ে পরেন। পরে তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হলে বুধবার সকালে তিনি বিষপান করেন।
সাবেক এই মেম্বারের স্ত্রী ও সন্তানদের দাবি বর্তমান মেম্বার কথা দিয়ে কথা রাখেননি। এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ এমনকি কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছেন।
চিকিৎসাধীন সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী ও সাবেক মেম্বার হাফিজুর রহমান জানান, আগামী ১১ এপ্রিলের প্রথম ধাপের ইউপি নির্বাচনে তিনি বার্থী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন।
তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহ করার পর তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খোকন হাওলাদার ও তার লোকজন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে তিনি অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার জন্য বুধবার সকালে বিষপান করেন।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদীর মোস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার পুরোপুরি সুস্থ হতে আরও ২/১ দিন সময় লাগবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমএস/এমআরএ