ঢাকা: রাজধানীর কদমতলী ঢাকা ম্যাস ফ্যাক্টরি এলাকায় একটি রুলিং মিলে কাজ করার সময় দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তার সহকর্মী ও চাচাতো ভাই ওবায়দুল মোল্লা জানান, তারা একসঙ্গে ঢাকা ম্যাস এন ইসলাম-২ নামে রুলিং মিলে কাজ করে। ৭ মাস ধরে সেখানে কাজ করতো আলী। সন্ধ্যায় কাজ করার সময় এক জায়গায় সাজিয়ে রাখা বড় প্লেনসিট কাত হয়ে গেলে প্লেনসিট ও মেশিনের মাঝে চাপা পড়ে সে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এজেডএস/এইচএডি/