ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে কম্বলে বঙ্গবন্ধুর ছবি আঁকলেন ১০০ বন্দি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
কারাগারে কম্বলে বঙ্গবন্ধুর ছবি আঁকলেন ১০০ বন্দি  কম্বলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৭১৪ কম্বল দিয়ে জাতির পিতাকে আঁকলেন কারাবন্দিরা। ছবিটির আয়তন ৩৫ হাজার ২০০ বর্গফুট।

বুধবার (১৭ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) মাঠে কম্বল দিয়ে আঁকা জাতির পিতার এই ছবি প্রদর্শন করা হয়। এর আগে দুই দিন ধরে ছবিটি আঁকেন ১০০ কারাবন্দি।  

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবেসে নিজেদের ইচ্ছায় ৭১৪ পিস কম্বল একত্রিত করে এই প্রতিকৃতি আঁকেন বন্দিরা। একশ বন্দিদের নেতৃত্বে ছিলেন আরেক বন্দি আর্কিটেকচার আসিফ ইকবাল। গত দুইদিন ধরে কেন্দ্রীয় কারাগারের ভেতরের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকেন তারা। সেটি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রদর্শন করা হয়।
প্রতিকৃতিটির দৈর্ঘ্য ছিল ২২০ ফুট প্রশস্ত ১৬০ ফুট। সর্বমোট ৩৫ হাজার ২০০ বর্গফুট।

এদিকে কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, বন্দিরা দুইদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে বঙ্গবন্ধুকে ভালোবেসে কম্বলের উপর তার প্রতিকৃতি আঁকেন।

এই বিষয়ে কথা হয় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন সঙ্গে।

তিনি জানান, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধু সবার। বঙ্গবন্ধু হচ্ছে আমাদের দেশ। বঙ্গবন্ধুকে ভালোবেসে তারা এ কাজটা করেছে অবশ্যই এটা খুবই ভাল একটা কাজ।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।