ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রমজানে ইচ্ছাকৃত দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের ওপর জুলুম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
রমজানে ইচ্ছাকৃত দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের ওপর জুলুম

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহসুফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেছেন, পবিত্র রমজান মাস আমাদের জন্য মহান আল্লাহ্ তায়ালার বিশেষ অনুগ্রহ ও উপহার। যুগ যুগ ধরে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অত্যন্ত আন্তরিকতা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে রমজান মাস পালন করে আসছেন।

 

বিশ্বের প্রায় সব মুসলিম দেশগুলোতে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যে বিশেষ ছাড় দিয়ে থাকেন ব্যবসায়ীরা। রমজান মাসে ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের ওপর নিষ্ঠুর জুলুম। তা এখনই থামাতে হবে। সরকারকে বাজার মনিটরিং জোরদার করতে হবে।  

বুধবার (১৬ মার্চ) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও হযরত ইমাম এ আজম  আবু হানিফা (রহ.) এর ওফাত বাষির্কী উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম, চুনারুঘাট উপজেলা আয়োজিত আজিমুশশান ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

তিনি আরো বলেন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ অধ্যুষিত দেশগুলোতেও তাদের প্রধান প্রধান ধর্মীয় দিবসগুলো ঘিরে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া তাদের ঐতিহ্যের অংশ। অথচ ৯০ শতাংশেরও বেশি মুসলমানদের দেশ বাংলাদেশে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, রমজান মাস এলেই পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এবং সাধারণ মানুষকে জিম্মি করে অধিক মুনাফা লাভের জন্য ইচ্ছাকৃতভাবে  দ্রব্যমূল্য বৃদ্ধি করে। এ বিষয়টি এখন আমাদের দেশে একটি লজ্জাজনক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সরকারের নানা আশ্বাস, ব্যবস্থাপনা ও প্রশাসনের মনিটরিংয়ের পরও ঠেকানো যাচ্ছে না এ দুষ্কৃতকারী চক্রকে। এটি সুস্পষ্টভাবে সাধারণ মানুষের ওপর ঘৃণ্য জুলুম-প্রতারণা।  

আলোচনায় আরো অংশগ্রহণ করেন- মাওলানা মুফতি বাকী বিল্লাহ্ আল-আজহারী, হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা মনসুর মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফাবৃন্দ, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতারা।  

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।