ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী করেছে ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র।
বুধবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ।
আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭২ সালের মার্চে বঙ্গবন্ধুর রাশিয়া সফর দুটি দেশের সম্পর্ক আরও দূঢ় করে, যা এখনো বিদ্যমান। ইতিহাসে তার মতো নেতা খুব কমই আছে।
মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান এবং বিশিষ্ট গবেষক শরিফ আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আফরিনা পারভীন এবং আবৃত্তি করেন বাচিক শিল্পী জিনিয়া ফেরদৌস রুনা। আলোচনা শেষে রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত বঙ্গবন্ধুর বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এইচএমএস/আরএ