ঢাকা: রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি টিনসেড বাড়িতে রত্না (১৩) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফারুক হোসেন নামে সম্পর্কে রত্নার এক দাদা জানান, তারা মান্ডা ইন্দিরা পানির পাম্পের পাশে থাকেন। রত্নার বাবার নাম মুকুল হোসেন। টিনসেড নিজেদের বাড়িতে ২ মেয়ে ও স্ত্রী নিয়ে থাকে মুকুল। ২ মেয়ের মধ্যে বড় রত্না ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণিতে পড়ে। সন্ধ্যায় তাদের বাড়িতে কান্নাকাটি শুনতে পেয়ে তিনি গিয়ে দেখেন, রত্নাকে ঘিরে সবাই কান্নাকাটি করছে। তখন জানতে পারেন সে গলায় ফাঁস দিয়েছে। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায় সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এজেডএস/আরএ