ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামাকে ছুরিকাঘাত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামাকে ছুরিকাঘাত

বেনাপোল (যশোর): বেনাপোলে ভাগনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামা রকিকে ছুরিকাঘাত করেছে ইয়ামিন হোসেন (১৮) নামে এক বখাটে ও তার দুই সহযোগী। আহত রকিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার সময় বেনাপোল পৌরসভার ভবারবেড়র গ্রামে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আহত রকি বেনাপোল পৌরসভার ভবারেবড় গ্রামের রবিউলের ছেলে।

বখাটেরা হলের- বেনাপোল পৌরসভার বড় আচড়া গ্রামের শফিকের ছেলে ইয়ামিন হোসেন (১৮), শাহিনের ছেলে সৌরভ (২০) ও বাবলার ছেলে সাজ্জাদ হোসেন (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্কুলছাত্রী ও তার কয়েকজন বান্ধবী মিলে ভবারবেড় বাইপাস সড়কে ঘুরতে গেলে সেখানে ইয়ামিন ও তার সহযোগীরা তাদের ইভটিজিং করে। এ ঘটনায় মেয়েটির মামা রকি প্রতিবাদ করলে বখাটেদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বখাটে ইয়ামিন ও তার সহযোগীরা রকির পেটে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় রকি। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তারা খুলনা নিয়ে যেতে বলে। পরে আহত রকিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ঘটনায় আহতের মা মিরা বেগম তিনজনকে আসামি করে ইভটিজিং ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। গ্রামবাসী অভিযুক্ত তিন জনের মধ্যে প্রধান আসামি ইয়ামিনকে ধরে গণপিটুনি দিয়ে আমাদের কাছে সোপর্দ করেছে। এছাড়া বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।