বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালির বাজার গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে সুমি (১৩) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুমির দাদা বাড়ি উজিরপুর উপজেলায়, তবে তারা ঢাকায় বসবাস করে। দুই সপ্তাহ আগে বানারীপাড়া উপজেলার কালির বাজার গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে সুমি। বৃহস্পতিবার তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিলো।
বুধবার দুপুর ২টার দিকে কালির বাজার এলাকায় সন্ধ্যা নদীতে নেমে ভাই-বোন গোসল করছিল। হঠাৎ সুমি নিখোঁজ হয়। ঘটনা শুনে সুমির নানাবাড়ির লোকজন সেখানে এসে খোঁজ করতে থাকে, কিন্তু রাত হয়ে গেলেও সুমির সন্ধান মেলেনি।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সুমির সন্ধান করেও পায়নি।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমএস/আরএ