ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ মার্চ) দিনগত রাতে উপজেলার ভরনিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সহিদুল ও ইমদাদ আলী দীর্ঘদিন ধরে ভরনিয়া গ্রামে আত্মগোপন করেছিলেন। টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে বুধবার দিনগত রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দু’টি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ সহিদুল ও ইমদাদ আলীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, এখনো অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআই