ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কার্টুনিস্ট কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করেছে মেডিক্যাল বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
কার্টুনিস্ট কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করেছে মেডিক্যাল বোর্ড

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করেছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বসে ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড।

প্রায় ২ ঘণ্টা ধরে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, মেডিক্যাল বোর্ড আজ তার স্বাস্থ্য পরীক্ষা করেছে। যত দ্রুত সম্ভব আমরা আদালতে চিকিৎসা প্রতিবেদন দাখিল করবো।

এরআগে আদালতের নির্দেশে গত মঙ্গলবার ঢামেকের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমিকে প্রধান করে মেডিক্যাল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বোর্ডের অন্য দুই চিকিৎসক হলেন—অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফখরুল আমিন খান ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাফিজ সরদার।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।