ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রলি চাপায় মায়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রলি চাপায় মায়ের মৃত্যু

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ইট বোঝাই অবৈধ ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন মা লতিফা বেগম (৪২)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াকাঠি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ডুমুরিয়া বাসস্ট্যান্ডের পাশের বাসিন্দা আব্দুল হালিম সরদারের ছেলে ও স্ত্রী লতিফা মোটরসাইকেল করে নোয়াকাঠি যান। সেখান থেকে ফেরার সময় সড়কের গতিরোধকের ওপরে পড়ে যান লতিফা। এ সময় পিছন থেকে আসা ইটবোঝাই ট্রলির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমআরএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।