ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাকশীতে স্মরণিকার মোড়ক উন্মোচন

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
পাকশীতে স্মরণিকার মোড়ক উন্মোচন পাকশীতে স্মরণিকার মোড়ক উন্মোচন

পাবনা (ঈশ্বরদী): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নে ‘একুশ’ অনিঃশেষ দিশার দিগন্ত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে পাকশী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ঐতিহ্যবাহী পাকশী আমতলা হাসেম আলী মিলনায়তন হলরুমে এ মোড়ক উন্মোচন করা হয়।

স্মরণীকার সম্পাদকের দায়িত্বে ছিলেন পাকশী  ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আজম।

পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেজবুল হোসেন পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উত্তরবঙ্গের প্রখ্যাত শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদূল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাকশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, পৌরসভার মেয়র ইছাহক আলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা চান্না মণ্ডল, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মণ্ডল, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম মালিথা, পাকশী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুজ্জামান পিন্টু, পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস পারভেজ প্রমুখ।  

এছাড়াও পাকশীর রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতি অঙ্গনের নেতারা ও সুশীল সমাজের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা, ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে একমিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এছাড়াও পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের বাংলার সাবেক অধ্যাপক আবুল কালাম আজাদের লেখা স্বরচিত ‘শোষিত নিপীড়িত মানুষের আমার মুজিবুর’ গানটি উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশন করেন পাকশী ইউনিয়ন যুবলীগের নেতারা।   

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।