ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
বগুড়ায় মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা বগুড়ায় মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ও তাসনিমুজ্জামান।

ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন-২০১৮ অনুযায়ী মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে এক হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং করোনা মোকাবিলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
কেইউএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।