খুলনা: খুলনার ডুমুরিয়ায় ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে আটক করা করা হয়।
দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান বলেন, ডুমুরিয়ার উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. রনজিত কুমার নন্দীর ডিজি ফান্ডের টাকা উত্তোলন করা জন্য ঘুষের দাবি করেছিলেন হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন।
বিষয়টি দুদকে অবগত করেন ডা. রনজিত কুমার নন্দী। বৃহস্পতিবার ঘুষের টাকা নেওয়ার সময় মো. আলমগীর হোসেনকে হাতেনাতে আটক করে দুদক। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমআরএম/ওএইচ/