ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইয়ের মোবাইল আইএমইআই পরিবর্তন করে বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ছিনতাইয়ের মোবাইল আইএমইআই পরিবর্তন করে বিক্রি

ঢাকা: রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডসহ জনসমাগমের এলাকা থেকে ছোঁ মেরে মোবাইল ছিনতাই। এরপর বিভিন্ন হাত ঘুরে আইএমইআই নম্বর পরিবর্তন হয়ে সেসব মোবাইল চলে যাচ্ছে ক্রেতার হাতে।

গত বুধবার (১৭ মার্চ) রাতে রাজধানীর শাহবাগের ফনিক্স রোড এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের ১৪ জন সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ সময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা মূল্যের স্যামসাং, অপ্পো, হুয়াই, ট্যাব, নকিয়া ও আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. মনির হোসেন (৪৬), মো. সোহেল মিয়া (৩৫), মো. হযরত আলী (৩৪), মো. সবুজ (৩৫), মো. জাহাঙ্গীর হোসেন (৪২), মফিজুল্লাহ (৩৬), ইমন মিয়া (১৯), মো. আনোয়ার হোসেন (২৮), ওয়াসিম হোসেন (২৭), মো. রুবেল হোসেন (২১), মো. তোফাজ্জল হোসেন (৫৫), মো. আমিন (৩৮), আতিকুল ইসলাম (৩৫) ও মো. তরিকুল ইসলাম বাবু (২৭)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি বলেন, রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া, গোলাপশাহ মাজার ও মুগদা বাসস্ট্যান্ডসহ অন্যান্য ব্যস্ততম মোড় থেকে চক্রের সদস্যরা ছোঁ মেরে মোবাইল ছিনতাই করতেন। পরে তাদের নির্দিষ্ট মোবাইল দোকানে গিয়ে আইএমইআই নম্বর পরিবর্তন করতেন। কয়েক হাত বদলে ছিনতাইকৃত ওইসব মোবাইল চলে যেত অভিজাত মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে ক্রেতার হাতে।

আইফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে সিআইডি কর্মকর্তা বলেন, তারা আইফোনের আইএমইআই পরিবর্তন করতেন কিনা এখনও জানা যায়নি। তবে তারা প্রায় সব ধরনের মোবাইলেরই আইএমইআই নম্বর পরিবর্তন করতেন বলে স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।