ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে আলোকচিত্র প্রতিযোগিতা-প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
জয়পুরহাটে আলোকচিত্র প্রতিযোগিতা-প্রদর্শনী আলোকচিত্র প্রতিযোগিতা-প্রদর্শনী

জয়পুরহাট: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জয়পুরহাটে শুরু হয়েছে দুই দিনের জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী।  

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু হয়েছে।

 

জয়পুরহাট ফটোগ্রাফার্স সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘আপনার চোখে বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী এ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।  

জয়পুরহাট ফটোগ্রাফার্স সোসাইটির সভাপতি মেজবাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী এবং কবি ও গুণী ফটোগ্রাফার জিয়া রায়হান।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এমন আয়োজন নিশ্চয়ই আরও ভালোভাবে এ শিল্প চর্চায় আলোকচিত্রীদের অনুপ্রাণিত করবে। যুব সমাজ মাদক থেকে দূরে এবং অন্য খারাপ কিছুতে তাদের অবসর সময় যেন না দেয়, সেই লক্ষ্যেই জয়পুরহাটের তরুণদের এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

অনুষ্ঠানে জয়পুরহাটের স্টুডিও স্কয়ারের প্রধান স্বত্তাধিকারী কামরুল হাসানকে ফটোগ্রাফি পেশায় ৫০ বছর ধরে দায়িত্ব পালন করায় গুণীজন সম্মাননা দেওয়া হয়। দুই দিনের এ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।  

এ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীতে দেশের ৬৪ জেলার ফটোগ্রাফারদের ২০০টি ছবি স্থান পেয়েছে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।