মাগুরা: মাগুরায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৪৩৮ জন শিল্পী ও কলাকুশলীর মধ্যে ৪৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে শহরের নোমানী ময়দানে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিরুল ইসলাম।
মাগুরা জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, মাগুরা টাউন হল ক্লাব সদস্য বদরুল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুজ্জামানসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআই