ঢাকা: দেশ সেবার ব্রত নিয়ে কাজ করতে ছাত্র-ছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
বৃহস্পতিবার (১৮ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন এবং গবেষকদের মধ্যে ‘গবেষণা স্বর্ণপদক ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আমরা যারা দেশ সেবার ব্রত নিয়ে কাজ করছি তাদের জাতির প্রয়োজেন এগিয়ে আসতে হবে। শুধু বিজ্ঞানী বা গবেষক হলেই হবে না, আমাদের আদর্শ মানুষ হতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কার্যকক্র চালিয়ে যাচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। যেমন- বঙ্গবন্ধু কর্নার স্থাপন, বঙ্গবন্ধুর রচিত বই বিতরণ এবং গবেষকদের মধ্যে স্বর্ণপদক ও সম্মাননা প্রদান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি এম এ কাসেম।
এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গবেষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বাংলাদোশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসকে/আরবি