হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ধানক্ষেতে পড়ে যাওয়ায় রাজেন্দ্র দাস (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজেন্দ্র দাস বানিায়াচং উপজেলার নোয়াবাদ গ্রামের মৃত কানন দাসের ছেলে। স্থানীয় বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম বাংলানিউজকে জানান, দুপুরে একটি ইজিবাইক নোয়াবাদ থেকে ইকরাম যাচ্ছিল। পথে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের জমিতে পড়ে গেলে চার যাত্রী আহত হন। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজেন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন সেখানেই চিকিৎসাধীন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআই