হবিগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা তদন্তে সাদা পোশাকে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, র্যাব-৯ হবিগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ আমরা এক সঙ্গে মিলেমিশে বসবাস করি। একে অন্যের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করি। দেশে সাম্প্রদায়িক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এ সময়ে সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনানুগভাবে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। যেন ভবিষ্যতে কেউ এমন ঘটনা সৃষ্টি করার সাহস না পায়।
ঘটনার পেছনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কোনো ধরনের উস্কানি রয়েছে কি-না— এমন প্রশ্নের জবাবে র্যাবের ডিজি বলেন, আমরা সবকিছু এখন বলব না, তদন্তের স্বার্থে কিছু জিনিস গোপন রাখা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সাদা পোশাকে আইনের লোকজন মাঠে কাজ করছে কথাটিও তিনি যোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক (এসপি) ইশরাত জাহান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআরএস