ঢাকা: সড়ক দুর্ঘটনা রোধ করতে জেলা বা আঞ্চলিক সড়ক ও মহাসড়কের বাঁকা রাস্তাগুলো সোজা করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (১৮ মার্চ) জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চ্যুয়ালি), এনামুল হক, মো. হাসিবুর রহমান স্বপন, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার ও রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।
বৈঠকে অষ্টম সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি, সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের সবশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন এবং ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের সবশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের সবশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শুরু এবং যথাসময়ে সমাপ্ত করার জন্য কমিটি সুপারিশ করে।
সম্প্রতি সুনামগঞ্জে নির্মাণাধীন একটি ব্রিজের গার্ডার ভেঙে পড়ায় দায়িত্ব অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুই সচিব, বিআরটিএ ও বিআরটিসির দুই চেয়ারম্যান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান টানেল প্রকল্পের প্রকল্প পরিচালক, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদোশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসকে/এএ