ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এর উপমহাব্যবস্থাপক মো. হারুনুর রশিদ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারী নির্দেশে তাকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দিয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
রশিদ ১৯৮৯ সালে অফিসার পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি সিলেট অফিসের বিভিন্ন বিভাগ/শাখাসহ প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। হারুনুর রশিদ দাপ্তরিক ও ধর্মীয় কাজে থাইল্যান্ড, ভারত ও সৌদি আরব ভ্রমণ করেছেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকাশাইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসই/ওএইচ/