ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দেশে চায়ের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলো ইয়েলো টি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
দেশে চায়ের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলো ইয়েলো টি

মৌলভীবাজার: বাংলাদেশের সর্বোচ্চ দামের চা বিক্রি হলো শ্রীমঙ্গলের চা নিমামে। এই চায়ের নাম ইয়েলো টি।

প্রতিকেজির মূল্য নির্ধারিত হলো ১২ হাজার ২শ টাকা।
 
বৃহস্পতিবার (১৮ মার্চ) অনুষ্ঠিত ২০তম নিলামে ইয়েলো টির দুই কেজির পুরো লট কিনে নেয় শ্রীমঙ্গলের পপুলার টি হাউজ।
 
টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) পরিচালক হেলাল আহমদ বাংলানিউজকে বলেন, এটাই বাংলাদেশের চায়ের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে চট্টগ্রাম নিলামে এই চায়ের দাম উঠেছিল ৮ হাজার ৩শ টাকা।
 
তিনি আরো বলেন, আজ প্রথমবারের মতো বৃন্দাবন চা বাগানের ইয়েলো টি শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে নিলাম প্রস্তাব করা হয়েছে। নিলাম প্রস্তাবটি করে শ্রীমঙ্গল ব্রোকারস লিমিটেড। নিলামে এক কেজি চা পাতা ১২ হাজার ২শ টাকায় বিক্রি হয়েছে।
 
ইয়েলো টি সম্পর্কে তিনি বলেন, একটি উন্নতমানের বাছাই করা কুঁড়ি দিয়ে এই চা তৈরি করা হয়েছে। চা বিশেষজ্ঞ ও বোদ্ধা চাপ্রেমীদের কাছে এর কদর অনেক বেশি। বিষয়টি কেন্দ্র করে বৃন্দাবন চা-বাগান সর্বপ্রথম নতুন করে উৎপাদন করা হচ্ছে ইয়েলো টি।
 
বৃহস্পতিবারের শ্রীমঙ্গল চা নিলামে সব জাতের চা মোট ১০ হাজার কেজি চা প্রায় ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানান হেলাল।
 
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।