ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পেনশন ভােগরত অবস্থায় ২য় বিয়ে করলে স্বামী-স্ত্রীর পেনশন নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
পেনশন ভােগরত অবস্থায় ২য় বিয়ে করলে স্বামী-স্ত্রীর পেনশন নয়

ঢাকা: পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে স্বামী বা স্ত্রী পারিবারিক পেনশন পাবে না বলে জানিয়েছে সরকার।

এ নিয়ে ২০১৮ সালের ১ এপ্রিলের অর্থ বিভাগের স্পষ্টীকরণ চিঠি সম্প্রতি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।



‘পেনশন ভোগরত অবস্থায় ২য় বিয়ে করলে পেনশনারের মৃত্যুর পর ২য় স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্যতা প্রসঙ্গে’ চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের স্মারকটির বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত নির্দেশক্রমে জানানো হলো: ‘পেনশন ভোগরত অবস্থায় ২য় বিয়ে বন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তার ২য় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না। ’

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।