ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালী ফ্লাইওভারে চলন্ত প্রাইভেটকারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
মহাখালী ফ্লাইওভারে চলন্ত প্রাইভেটকারে আগুন

ঢাকা: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে চলন্ত একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৯টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাজধানীর মহাখালী ফ্লাইওভারে চলন্ত একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।  প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী ফ্লাইওভারে বনানীর দিক থেকে জাহাঙ্গীর গেইটের দিকে একটি প্রাইভেটকার যাচ্ছিলো। রেলগেট পার হয়ে কিছুটা সামনে গেলেই প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন তীব্রতা বেড়ে যায়।

এদিকে এ ঘটনায় ফ্লাইওভারের ওপরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিলো।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।