ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমের টানে ভারতে কিশোরী, বৈঠক শেষে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
প্রেমের টানে ভারতে কিশোরী, বৈঠক শেষে ফেরত

জামালপুর: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় প্রেমের টানে ভারতে যাওয়া সময় এক কিশোরীকে আটক করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে মেয়েটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে পুলিশ তাকে তার পারিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর ৩৫ এর রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মুনতাসির বাংলানিউজকে বলেন, ওই কিশোরীর সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার বিকেলে মেয়েটি প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। পরে আক্তার হোসেনকে খুঁজতে থাকে। এ সময় সন্দেহজনক আচরণে বিএসএফ তাকে আটক করে।

বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়। বিজিবির পক্ষে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন। বিএসএফ’র পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।