ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
শাহজাদপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার দ্বারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তরপাড়ার আজগর আলীর ছেলে সাকিব (১৭), একই মহল্লার মো. আজাদের ছেলে রাশেদুল (২৬) ও 
শক্তিপুর এলাকার মো. আমজাদের ছেলে অটোরিকশাচালক আশিক (২০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, ভোরে বাঘাবাড়ী ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে পথে যাত্রী তুলে শাহজাদপুরের দিকে আসছিল অটোরিকশাটি। পথে দ্বারিয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক ও দুই যাত্রী।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এসআই
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।