ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ প্লেন থেকে নেমে এলে রাষ্ট্রীয় অতিথি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে ফুলের তোড়া উপহার দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে মাহিন্দা রাজাপক্ষেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানিয়ে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বিশেষভাবে সজ্জিত একটি মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে তিন বাহিনীর একটি সুসজ্জিল দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দুই দেশের মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে পরস্পরকে পরিচয় করিয়ে দেন।
বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং তিন বাহিনীর প্রধানরা।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় বিমানবন্দর এলাকা।
সফরের প্রথম দিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
রাত পৌনে আটটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশগ্রহণ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
সফরকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেখানে একটি গাছের চারা রোপণ করবেন তিনি। এছাড়াও তিনি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাহিন্দা রাজাপক্ষে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২২ মার্চ দুই দিনের সফরে ঢাকা আসবেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী, এরপর ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং সর্বশেষে দুই দিনের সফরে ২৬ মার্চ ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বে যোগ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং তার স্ত্রী ফাজনা আহমেদ। তারা তিন সফরে গত ১৭ মার্চ ঢাকায় আসেন।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমইউএম/আরআইএস