ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মার্কিন কংগ্রেসে রেজুলেশন পাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মার্কিন কংগ্রেসে রেজুলেশন পাস

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন কংগ্রেসে রেজুলেশন পাস হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

কংগ্রেসের ১১৭তম মার্কিন কংগ্রেসের প্রথম অধিবেশনে সম্প্রতি নেওয়া এ রেজুলেশনে বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াইকে স্মরণ করা হয়েছে। এছাড়া মিয়ানমারে গণহত্যার কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেন বলে রেজুলেশনে উল্লেখ করা হয়।

নিউইয়র্ক থেকে নির্বাচিত হাউজ রিপ্রেজেনটেটিভ মিস ওসাকো করতেজ নিজের এবং অন্য তিন হাউজ রিপ্রেজেনটেটিভ রাশিদা তালিব, গ্রেহরি মিক, জিমি গোমেজের পক্ষে এটি উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
টি আর/এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।