সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
তিনি জানান, হামলায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ছয় সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে সিলেটর বিভাগীয় কমিশনার ও সিলেট রেঞ্জের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমআরএ