ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্ভাডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে একটি সিএনজি অটোরিকশা বিজয়নগরের চান্দুরা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিল। পথে বৈষামুড়া এলাকায় সিলেটগামী একটি কার্ভাডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এনটি