ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্ভাডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছেন।  

শুক্রবার (১৯ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে একটি সিএনজি অটোরিকশা বিজয়নগরের চান্দুরা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিল। পথে বৈষামুড়া এলাকায় সিলেটগামী একটি কার্ভাডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।