ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেরনিয়াবাতের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দিনগত রাত তিনটার দিকে উপজেলার পূর্ব সমরসিংহ এলাকায় এ ঘটনা ঘটে।



গোলাম মোস্তফার ছোট ভাই লাবলু সেরনিয়াবাত বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৮ মার্চ) দিনগত রাত ২টার দিকে গোলাম মোস্তফা ঘুমাতে যান। এরপর রাত তিনটার দিকে গ্রিল কেটে ভবনে প্রবেশ করেন তিনজন দুর্বৃত্ত। পরে দুর্বৃত্তরা ভয় দেখিয়ে গোলাম মোস্তফা ও তার স্ত্রীর চোখ বেঁধে ফেলেন। ডাক-চিৎকার দিলে মোস্তফাকে মারধর করে দেয় তারা। তাই ডাকাতির সময় প্রাণের ভয়ে দু’জনেই চুপ ছিলেন বলে জানানো হয়। এরপর ঘরের ভেতরে রাখা পৌনে আট লাখ টাকা ও পৌনে সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর চিৎকার দিলে বিষয়টি বাড়ির অন্যরা জানতে পারে।

এদিকে ভবনের অন্য একটি কক্ষে থাকা মোস্তফার ছেলে ডাকাতির সময় কিছুই টের পায়নি বলে জানিয়েছেন মোস্তফার স্বজনরা।

বাড়িতে রাখা পৌনে আট লাখ টাকার মধ্যে পৌনে তিন লাখ টাকা ১০ টাকা কেজি চালের ডিলারশিপের এবং বাকি পাঁচ লাখ টাকা জমি কেনার জন্য এনে বাড়িতে রাখা হয়েছিল বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তৌহিদুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।