ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাল্লায় বাড়িঘর লুটপাটের ঘটনায় গ্রেফতার ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
শাল্লায় বাড়িঘর লুটপাটের ঘটনায় গ্রেফতার ২২ বক্তব্য দিচ্ছেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হেফাজতের কর্মী-সমর্থকদের হামলায় জড়িত থাকার অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় দু’টি মামলা হয়েছে, যার মধ্যে একটি পুলিশ বাদী হয়ে, অন্যটি হবিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বাদী হয়ে করেছেন। দুই মামলায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তিনি নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।  

পরিদর্শনকালে ডিআইজি বলেন, হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। আমরা একদিনে ২২ জনকে গ্রেফতার করতে পেরেছি। সামনে বাকি আসামিদেরও খুঁজে বের করবো।  

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।