খুলনা: ‘স্ক্যানিং মেশিন ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। হয়তো এ বছরের মধ্যে কিছু স্ক্যানিং মেশিন ক্রয় করে বিভিন্ন কাস্টমস হাউজে দিতে পারবো।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে ২০২১-২০২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
খুলনা মহানগরের অভিজাত হোসেন সিটি ইনে রাজস্ব বোর্ড ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
এনবিআর চেয়ারম্যান বলেন, কখনই আমরা চাই না পরনির্ভরশীল একটি জাতি হয়ে থাকবো। আমরা কখনওই চাই না আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিদেশি অর্থের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবো। আমরা চাই মাথা উঁচু করে নিজের ভাগ্যের নিজে উন্নয়ন করতে। কারও কাছে হাত পেতে নয়। প্রধানমন্ত্রী এ বিষয়টি বার বার বলে আসেন। বিষয়টি আমদের সবার মধ্যে সঞ্চারিত হওয়া দরকার যে আমরা পরনির্ভরশীল একটি জাতি হয়ে থাকবো না। আমরা আত্মসম্মান বোধ সম্পন্ন একটি জাতি হবো। সেটার জন্য যা দরকার তা হলো সরকারের রাজস্বকে শক্তিশালী করা। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ থাকলো সরকারের হাতকে সুদৃঢ়, দেশের উন্নয়নকে তরান্বিত করার জন্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই রাজস্ব বোর্ডকে সহায়তা করে যাবেন। ট্যাক্স রেটটি বৃদ্ধি করতে হবে। অনেকেই ট্যাক্সের আওতার বাইরে রয়ে গেছেন। আমরা সে লক্ষ্যে সার্ভে করছি। সার্ভের সময় স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে রাখা হবে। আমাদের আয়কর রেট বৃদ্ধির যে সার্ভে টিম রয়েছে তাতে স্থানীয় নেতারা রয়েছেন।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (শুল্ক নীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরিয়া ও সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন।
সভায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার, মোংলা কাস্টমস হাউসের কমিশনার, খুলনা কর অঞ্চলের কর কমিশনারসহ খুলনা ও বরিশাল চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।
খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সদস্যদের কথা তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমআরএম/আরবি