ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নদীতে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবাও  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
নদীতে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবাও
 

নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলায় বহ্মপুত্র নদীতে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও প্রাণ হারিয়েছেন।  

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার শুকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-দীঘাকান্দি গ্রামের ফরাজী বাড়ির মো. জাকারিয়া ফরাজী (৫০) ও তার ছেলে মো. সাজিদ ফরাজী (৭)।  

পুলিশ জানায়, বহ্মপুত্র নদীর অন্য পাড়ে কৃষক জাকারিয়ার ফসলের ক্ষেত রয়েছে। সকালে ওই জমিতে যাওয়ার জন্য কলাগাছের ভেলায় করে বাবা-ছেলে নদী পার হচ্ছিলেন। এসময় জাকারিয়ার ছেলে সাজিদ নদীতে পড়ে গেলে সন্তানকে বাঁচাতে জাকারিয়াও নদীতে ঝাঁপ দেন। এতে বাবা-ছেলে দু’জনই নদীতে তলিয়ে যান। পরে আশপাশের লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।  

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।