ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঘায় মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
বাঘায় মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার ইমানের মোড় এলাকায় মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন কালু মণ্ডল (৬৫) নামে এক কৃষক। শনিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার উপজেলার রুস্তুমপুর-আড়ানি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কালু উপজেলার আড়ানি ইউনিয়নের উত্তর সোনাদহ গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ছলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে নিজ বাড়ি থেকে হেঁটে রুস্তমপুর বাজারে যাচ্ছিলেন কালু। পথে ইমানের মোড় এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা একটি ঠেসার (মাড়াই মেশিন) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যায়। তিনি পেশায় কৃষক ছিলেন বলে জানান ইউপি সদস্য।

রাজশাহীর বাঘা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ না থাকলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।