ঢাকা: মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) যোগসাজশে দালাল আলী আজহার গংদের বিচারসহ দুই দফা দাবি জানিয়েছে ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ।
রোববার (২১ মার্চ) সকাল সোয়া ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক জাকির হোসেন বলেন, মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনে বিআরটিএ’র দালাল আলী আজহার গংরা পুকুর চুরি করছে। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। এদের সঙ্গে বিআরটিএ’র কিছু অসাধু কর্মকর্তারাও জড়িত।
তিনি বলেন, এই গংদের বিরুদ্ধে আমরা দুই দফা দাবি জানাচ্ছি। দাবি দুইটি হলো- বিআরটিএ’র দালাল আলী আজহার গংদের মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনে দুর্নীতির সরজমিন তদন্তপূর্বক সংশ্লিষ্ট অটোরিকশার প্রতিস্থাপন রেজিস্ট্রেশন বাতিল করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গ্যাস, পেট্রোল চালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার সার্ভিস নীতিমালা ২০০৭ এর ৩ (ঙ) অনুচ্ছেদ লঙ্ঘন করে প্রতিস্থাপন রেজিস্ট্রেশন প্রাপ্তির ২ বছর অতিক্রান্ত হওয়ার আগেই সংশ্লিষ্ট অটোরিকশা বিক্রয়ে সহযোগিতা করায় সুলতান মটরসকে কালো তালিকাভুক্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হানিফ খোকনসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
টিএম/এনটি