ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সোমবার (২২ মার্চ) ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ৷ বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি।
নেপালের রাষ্ট্রপতি সোমবার বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
বাংলাদেশে এটিই প্রথম নেপালের কোনো রাষ্ট্রপতির আনুষ্ঠানিক সফর। নেপালের রাষ্ট্রপতির ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৩ মার্চ বিকেলে নেপালের রাষ্ট্রপতি ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
টি আর/এসআই