ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পানির ট্যাংকে যুবকের মরদেহ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
মেহেরপুরে পানির ট্যাংকে যুবকের মরদেহ  

মেহেরপুর: মেহেরপুর শহরের বেড়পাড়ায় পানির ট্যাংক থেকে রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাকিবুল ইসলাম বেড়পাড়ার আরমান আলীর ছেলে।

রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  

বাড়ির মালিক বকুল হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে পানি ঠিকমত না আসায় আমার স্ত্রী ট্যাংক পরিষ্কার করার জন্য ছাদে যায়। ট্যাংকের ঢাকনা খুলতেই বিবস্ত্র মরদেহ দেখে চিৎকার শুরু করে সে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রাকিবের বাবা আরমান আলী জানান, আগের রাতে রাকিব বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। অবশেষে দুপুরে তার মরদেহ পাওয়া গেল।

অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, আরমান আলীর বাড়ির সামনে বকুলের বাড়ি। বকুলের স্ত্রী মমতাজ সকালে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মরদেহটি দেখতে পান। ট্যাংকের পাশে একটি ছুরি, রাকিবের পোশাক পড়ে ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা রাকিবের মরদেহ উদ্ধার করে।
 
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা, ওসি (তদন্ত) আমিরুল ইসলাম ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।  

স্থানীয়রা জানান, মাদকসেবী রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  
পুলিশের ভয়ে তিনি রাতে বাড়ি থাকতেন না।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।