ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ৬৩০ লিটার মদসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
বাগেরহাটে ৬৩০ লিটার মদসহ আটক ২ ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে ৬৩০ লিটার দেশি মদসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।  

রোববার (২১ মার্চ) দুপুরে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি জানান।

আটকরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সাংকিভাঙ্গা গ্রামের ইসহাক আলী শেখের ছেলে আল ইমরান শেখ (২৮) এবং পিরোজপুর জেলার নাজিরপুর গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে সরোয়ার হোসেন (৩৮)।  

আটককৃতদের বলে জানিয়েছেন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

ওসি রেজাউল করিম বলেন, বাসা ভাড়া করে গোপনে দেশি মদ বিক্রি হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ মার্চ) দিনগত রাতে জেলা শহরের দশানী পূর্বপাড়া মেইন রোডের আব্বাস উদ্দীনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৬৩০ লিটার দেশি মদসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।