খুলনা: করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘মাস্ক পরার অভ্যেস করি, কোভিড মুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
রোববার (২১ মার্চ) বেলা ১১টায় কোভিভ-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবিলায় মহানগরীর শিববাড়ি মোড়ে কেএমপির কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে দেওয়া-সহ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গাড়িতে স্টিকার লাগিয়ে দেন।
কেএমপি'র কমিশনার যাত্রী, চালক, হেলপারসহ সব নগরবাসীকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন। এছাড়া কেএমপি'র ৮ টি থানার বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রম পালন করা হয়।
এসময় ওই কার্যক্রমে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. এ কে এম কামরুল ইসলাম, কেএমপির ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলরসহ রাজনৈতিক ব্যক্তিত্ব ও নারী নেত্রীরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমআরএম/ওএইচ/