বরিশাল: করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রম, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
রোববার (২১ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন ও এস এম রাহাতুল ইসলাম শহরের সিএন্ডবি রোড, চৌমাথা ও রূপাতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় চার ব্যক্তি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি ও মুদি দোকানসহ তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি এ সময় জনগণকে করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমএস/আরবি