পাবনা (ঈশ্বরদী): বিনা টিকিটে ভ্রমণের দায়ে যাত্রীবাহী তিনটি ট্রেনের ৪৮০ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ ১ লাখ ৪৭ হাজার টাকা আদায় করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার (২১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ঈশ্বরদী-ঢাকা-খুলনা রেলরুটে ঢাকাগামী যাত্রীবাহী তিনটি আন্তঃনগর ট্রেনে নৈশকালীন (আকস্মিক অভিযান) রেইড দেওয়া হয়।
রোববার (২১ মার্চ) বিকেল সোয়া ৪টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মোহাম্মদ নাসির উদ্দিন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
স্টেশনগুলো হলো ঈশ্বরদী, নাটোর, সান্তাহার, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম)।
ট্রেনগুলো হলো-নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮ নাম্বার 'সীমান্ত এক্সপ্রেস'৭৬৬ নাম্বার চিলাহাটি-ঢাকাগামী 'নীলসাগর এক্সপ্রেস' ও রংপুর থেকে ছেড়ে আসা ৭৭২ নাম্বার ঢাকাগামী 'রংপুর এক্সপ্রেস'।
পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নেতৃত্বে টিকিটবিহীন যাত্রী, ভুয়া টিকিটধারী, নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত টিকিট না থাকা, অল্প টিকিটে অধিক সংখ্যক যাত্রী ভ্রমণ করা, সুবিধা এবং ডিউটি পাসের অপব্যবহার, ভুয়া রেলওয়ে স্টাফ পরিচয় দান করা অপরাধের জন্য এবং অবৈধ হকার, ভিক্ষুক, হিজড়া ট্রেনে অনুপ্রবেশের জন্য কর্মচারীদের জন্য বিদ্যমান সুবিধা পাস এর অপব্যবহারের জন্য তিন জনকে প্রাথমিকভাবে আটক করা হয় পরে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- পাকশী বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, ইয়াসির আরাফাত, মেহেদী হাসান, গোলাম কিবরিয়া।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সদ্য যোগদান করা বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মোহাম্মদ নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, আন্তঃনগর তিনটি ট্রেনে অভিযান চালিয়ে ৪৮০ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ নগদ ৯৭ হাজার টাকা ও জরিমানা ৫০ হাজারসহ মোট ১ লাখ ৪৭ হাজার টাকা আদায় করা হয়। গভীর রাতে চেকিং কম হওয়ায় অবৈধ সুবিধা গ্রহণকারীরা তৎপর হয়ে ওঠেন। তাদের এই ঝটিকা অভিযান চলমান থাকবে বলে তিনি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
আরএ