মাগুরা: মাগুরা সদর উপজেলার মঘিরডাল এলাকায় প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খেয়ে আবুল কাশেম মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
নিহত আবুল কাশেমের বাড়ি সদর উপজেলার সীমাখালী গ্রামে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, বিকেলে মঘিরডাল এলাকায় যশোর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী আবুল কাশেমের মৃত্যু হয়।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসআই