ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার মন্ত্রণালয়।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন রোববার (২১ মার্চ) জানান, প্রতিমন্ত্রী শনিবার (২০ মার্চ) কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন।

আজ তার রেজাল্ট পজিটিভ আসে।
 
প্রতিমন্ত্রী বর্তমানে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান জনসংযোগ কর্মকর্তা সেলিম।
 
আর প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিস) কোয়ারেন্টিনে রয়েছেন।
 
এরআগে এই মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন করোনা ভাইারাসে আক্রান্ত হন। মহামারি শুরুর পর বেশ কয়েকজন মন্ত্রী-সচিব আক্রান্ত হয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।