বরিশাল: জি মরফিন ইনজেকশন বিক্রির অপরাধে যুবায়ের ইসলাম রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২১ মার্চ) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির।
রাসেল বরিশাল নগরীর কেডিসি বালুর মাঠ এলাকার রাজ্জাক স্মৃতি কলোনির মালেক মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, রাসেলকে ২০১৯ সালের ৯ জুন বরিশাল নগরীর গোড়া চাঁদদাস রোড এলাকায় অভিযান চালিয়ে আটক করে ডিবি পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এতে ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন।
তদন্তে সত্যতা পেয়ে ডিবির এসআই মহিউদ্দিন একই সালের ২৮ জুলাই আসারির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্যগ্রহণে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে অনুপস্থিতিতে রাসেলকে ওই সাজা দেন আদালত। রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমএস/ওএইচ/